৬০ বছর বয়সে যমজ শিশুর মা
চীনের নারী শেং হাইলিন ৬০ বছর বয়সে যমজ মেয়েশিশুর জন্ম দিয়েছেন। কৃত্রিম গর্ভধারণের পদ্ধতি (আইভিএফ) গ্রহণ করে তিনি পড়ন্ত বয়সে মা হতে সক্ষম হন। হাইলিনের বয়স এখন ৬৩ বছর। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গত মঙ্গলবার জানায়, দেশটিতে সম্ভবত তিনিই সবচেয়ে বেশি বয়সে সন্তান প্রসবের গৌরব অর্জন করলেন। তা ছাড়া প্রসূতির বয়স বিবেচনায় চীনে এটি একটি বিরল ঘটনাও বটে। দেশটিতে দীর্ঘদিন ধরে একসন্তান গ্রহণের নীতি প্রচলিত রয়েছে। সংবাদপত্র চায়না ডেইলি জানায়, ২০০৯ সালে গ্যাস বিষক্রিয়াজনিত এক দুর্ঘটনায় হাইলিনের প্রথম সন্তান...
Posted Under : Health News
Viewed#: 38
আরও দেখুন.

